বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ সাদ্দাম বেপারী (২৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
বুধবার (১৫ জুন) আনুমানিক রাত ১০:৩০ মিঃ মোংলা পৌর ৮নং ওয়ার্ডের ভাসানি সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে মোংলা থানা পুলিশ।আটককৃত সাদ্দাম বেপারী (২৭) পৌর শহরের ৮নং ওয়ার্ডের শেহলাবুনিয়া রাজ্জাক সড়কের মৃত আঃ রাজ্জাক বেপারীর ছেলে।মোংলা থানার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) জসিম উদ্দিন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন পৌর শহরের ভাসানি সড়ক থেকে সাদ্দাম বেপারী (২৭) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।