বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ডেমোক্রেসিইন্টারন্যাশনাল এর মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম জেলা শাখা আয়োজিত কমিউনিটি টাউনহল মিটিং অনুষ্ঠিত। রবিবার (৭ আগস্ট ) বিকেলে শহরের ধানসিড়ি হোটেলের হলরুমে অনুষ্ঠিত মিটিংয়ে এ্যাডভোকেসি ফোরামের আহবায়ক বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিতমিটিংয়ে”পদ্মা সেতু,বাগেরহাটের পর্যটন, কৃষি, শিল্প ও বাণিজ্যে বিস্ময়কর এক সম্ভাবনাময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার মোহম্মদ রেজাউল করিম।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট হেমায়েত ভ্থইয়া।সভার শুরুতে মূল ধারনাপত্রটি উপস্থাপন করেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো:বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী সড়ক মো: ফরিদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এল জিইডি মো: শরিফুজ্জামান,জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফখরুল ইসলাম সাহেব, প্রেসক্লাবের সভাপতি নিহারঞ্জন সাহা, টুরিষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশারেফ হোসেন,চেম্বার অব কমাসের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রিজনাল অফিসার রুবাইয়েত হাসান, বিসিক পুরচালক শরিফ সরদার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাত হোসেন, জেলা জাতীয় পাল্টির সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবুল প্রমূখ।