এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে শহরে এক বনাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রথান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ র্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহম্মদ রিজাউল করিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মাতৃছায়া সভাপতি এ্যাডভোকেট শরীফা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ইসরাত জাহান, উদয়ন এর নির্বাহী পরিচালক ও এনজিও’স ফোরাম বাগেরহাটের সাধারন সম্পাদক শেখ আসাদ, ব্র্যাক জেলা প্রতিনিধি ইদ্রিস আলম, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, দুর্বার এর নেত্রী আম্বিয়া খাতুন, নারী পক্ষ নেত্রী হালিমা খাতুন ও জে এন এনপি এফ, বিডি সিএসও সহ স্থানীয় ২৫টি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।