বাগেরহাট প্রতিনিধিঃ ২০০৫ সালের ১৭ ই আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিরিজ বোমা হামলা দিবস ২০২২ উপলক্ষ্যে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় রেলরোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের এক বিক্ষোভ সমাবেবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, তাতীলীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি তালুকদার আব্দুল বাকী, যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, এছাড়া আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে ২০০৫ সালের ১৭ ই আগষ্ট দেশব্যাপী সিরিজ
বোমা হামলা হয়েছিল৷