বাগেরহাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট সরকারী বালক ও বালিকা বিদ্যালয় অভিভাবক ফোরামের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বাগেরহাট সরকারী বালক ও বালিকা বিদ্যালয় অভিভাবক ফোরামের আয়োজনে শহরের জেলাপরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। ফোরামের সভাপতি আহাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাফিজ-আল-আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক ও অভিভাবক ফোরামেন নির্বাহী কমিটির সদস্য বৃন্দরা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।