বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলা গামী ইমা পরিবহন নামের একটি গাড়ি এসপি লাইনস গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
রবিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে ইমা পরিবহনের গাড়িটি ঢাকা মেট্রো-ব-১২-১৪-৬৮ (ঢাকা-রায়েন্দা) মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলা গ্রামস্থ রফিরপোল নামক স্থানে বাসটি রায়েন্দা থেকে ছেড়ে আসা এসপি লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গেলে ইমা পরিবহনের বাসটি সাইনবোর্ড টু বগী সড়কের রফিলপোল নামক স্হানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে বাসের যাত্রীরা কেউ হতাহত হয়নি।তবে সাইনবোর্ড – বগী আঞ্চলিক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Drop your comments: