বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার কর্মরত সাংবাদিকদের জন্য “অনুসন্ধ্যানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ” ৩দিন ব্যাপী প্রশিক্ষণ” শুরু হয়েছে। সোমবার (০৪ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজনে জেলার কর্মরত ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নিয়েছেন।
অনুষ্ঠিত প্রশিক্ষণে অনুসন্ধ্যানমূলক রিপোটিং সাংবাদিকতা বিষয়ে নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা। এই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, হেড অব ইনভেষ্টিগেটিভ জার্নালিজম এম আর ডি আই মো: বদরুদ্দোজা বাবু, পিআইবির সমন্বয়কারি মোহাম্মদ শাহ আলম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।