বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের বদনিভাঙ্গা গ্রামে বজ্রপাতে আবু সালেহ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আবু সালেহ ওই গ্রামের কৃষক সেকেন্দার আলী শেখের ছেলে।
আবু সালেহ’ র পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঝড়- বৃষ্টির সময় গরু খুঁজতে মাঠে যায় সে। পরে গরু ফিরলেও আর ফেরেনি সে। রাতে আশে পাশের আত্নীয় স্বজনের বাড়িতে সে আছে বলে বাবা সেকেন্দার শেখ ধারণা করেছিলেন। রবিবার সকালে শহিদুল মেম্বারের বাড়ির অদূরে মাঠে খেলতে আসা ছেলেদের নজরে আসে মাঠে পড়ে থাকা আবু সালেহ’র নিথর দেহ। তাদের ডাক চিৎকারে আশ- পাশের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে বাবা সেকেন্দার এসে আবু সালেহকে শনাক্ত করে বাড়ি যান। রবিবার বিকেলে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, বজ্রপাতে বদনিভাঙ্গা গ্রামের যুবক আবু সালেহ নিহত হওয়ার ঘটনায থানায় রবিবার একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।