ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া কুচিয়াগ্রাম সড়কে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে গত ৬মাস আগে। কিন্তু ভাল ভাবে করা হয়নি সংযোগ সড়ক। ফলে একটু বৃষ্টি নামলেই এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।ব্রীজের পাশদিয়ে কোন রকম কাজ করে রেখে দিয়েছে নির্মানকারী প্রতিষ্ঠান।একটু বৃষ্টি নামলেই প্রচুর পরিমাণ কাদা জমে থাকে।এ রাস্তা দিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদরে কমপক্ষে ৫০টি গ্রামের লোকজন যাতায়াত করে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ অবস্থায় বাইপাস সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।এ রাস্তায় রয়েছে ১টি প্রাথমিক বিদ্যালয়,১টি হাইস্কুল এবং ১টি মহিলা কলেজ। অথচ প্রশাসনের এ দিকে কোন খেয়াল নেই।
ব্রিজটি নির্মাণ করার আগে রাস্তা নির্মান করা হলে আলফাডাঙ্গা উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হতো। নির্মানাধীন ব্রীজ থেকে আলফাডাঙ্গা পৌরসভার দূরত্ব ১ কিলোমিটার। অথচ একটু বৃষ্টি নামলেই ৬ কিলো রাস্তা ঘুরে আলফাডাঙ্গা উপজেলা সদরে আসতে হয়।
সর্ব-সাধারনদের কথা চিন্তা করেই ভাঙা ব্রীজটাকে বড় এবং ভালো করার উদ্যোগটি জনগনের স্বার্থেই নিয়েছিলেন সরকার।কিন্তু সেই ব্রিজটির নির্মাণের কাজ শুরু হলেও ভালো করে বাইপাস সড়ক নির্মান না হওয়ার কারনে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়রাদের।
ফরিদপুরের সেতু নির্মাণ ঠিকাদার সিদ্দিক কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও পাওয়া যায় নাই।