ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বোকামির জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্পেনে অনুষ্ঠিত চরম ডানপন্হী দল এবং গোষ্ঠীগুলোর বৈশ্বিক সম্মেলনে এই মন্তব্য করেন ট্রাম্প। বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। যখন এই যুদ্ধ বন্ধ করতে উদ্যোগ নেয়া প্রয়োজন তখন সহিংসতাকে আরও উস্কে দেয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেন ট্রাম্প। এসময় ডেমোক্রেট পার্টিকে সমাজতান্ত্রিক দল আখ্যা দেন তিনি।
এদিন ভাষণে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান ট্রাম্প। আরও বলেন, যেকোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা নেয়া উচিত। তা না করে উল্টো এই যুদ্ধকে আরও উস্কে দেয়া হচ্ছে। কিছু মানুষের নির্বুদ্ধিতা এবং বোকামির জন্যই এই তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মুখে পড়েছে পৃথিবী। অথচ তারা এই ঝুঁকির বিষয়টা গ্রাহ্যই করছেন না।