আজিজুর রহমান, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক জোটের (বাসাজ) এর ফরিদপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত বুধবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে দৈনিক নাগরিক দাবির প্রকাশক ও নির্বাহী সম্পাদক হায়দার খানকে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির পদে রয়েছেন- সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু (ডেইলি অবসারভার, ফরিদপুর জেলা প্রতিনিধি) ও মাসউদুর রহমান (সহ-সম্পাদক, দৈনিক নাগরিক দাবি), যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. রফিক উদ্দিন আহাম্মেদ দিপু (আমার সংবাদ, দি এশিয়ান নিউজ, ফরিদপুর জেলা প্রতিনিধি) ও শেখ ফারুক আহমেদ বাবলু (নিউজ টুডে, ঢাকা প্রতিদিন, ফরিদপুর জেলা প্রতিনিধি), অর্থ সম্পাদক এস. এম. মুজিবুর রহমান (দৈনিক বজ্রশক্তি), সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান মাসুম (কানাইপুর বার্তা, ফরিদপুর সদর প্রতিনিধি), সহ সাংগঠনিক সম্পাদক মোহাব্বাত জান চৌধূরী (ভোরের পাতা, বঙ্গটিভি), দপ্তর সম্পাদক সবুজ কুমার দাস (দৈনিক নাগরিক দাবি, সদর প্রতিনিধি), প্রচার সম্পাদক মো. সাব্বির হোসেন (দৈনিক যুগান্তর, সদরপুর প্রতিনিধি), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (দৈনিক বজ্রশক্তি, সালথা প্রতিনিধি), মহিলা বিষয়ক সম্পাদক সুমা রানী বিশ্বাস (বাংলার সংবাদ)। এছাড়াও কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্লা (আজকের সারাদেশ, নির্বাহী সম্পাদক), নিরঞ্জন মিত্র (নিরু) (দৈনিক নাগরিক বার্তা), মো. রাকিব শেক রাজ (পৃথিবী প্রতিদিন, সদর প্রতিনিধি), কে এম সাঈদ (ডেইলি ইভিনিং নিউজ), মো. সাঈদুর রহমান (দৈনিক নাগরিক দাবি, বার্তা সম্পাদক), ওবায়দুর রহমান (নবচেতনা), আজিজুর রহমান (বাংলা এক্সপ্রেস, জেলা প্রতিনিধি) এবং মাহমুদুর রহমান তুরাণ (তৃতীয় মাত্রা, ভাঙ্গা উপজেলা প্রতিনিধি)।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা, সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।