বাংলাদেশ সমিতি শারজার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি স্থানীয় ন্যাশনাল পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
জুমার নামাজের পর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই বনভোজন। দুপুর থেকেই শারজাহ ন্যাশনাল পার্কে বিভিন্ন এলাকা থেকে বনভোজনে অংশগ্রহণকারীরা জড়ো হতে থাকেন।
মধ্যাহ্ন ভোজে গরুর মাংস, পোলাও, ডাল ও ভাত দিয়ে সবাইকে পরিবেশন করা হয়। খাবার শেষে শুরু হয় খেলাধুলা। খেলাধুলার মধ্যে ছিল শিশু-কিশোরদের দৌড়, নারীদের বালিশ পাচার। পুরুষদের জন্য চোখ বন্ধ করে হাঁড়িভাঙা খেলারও আয়োজন ছিল। খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সংগঠনের সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার করিমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কনস্যুলেট উইমেন এসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন, ইসমাইল গণি, আইয়ুব আলী বাবুল সিআইপি, জাহাঙ্গীর আলম সিআইপি, বনভোজনের সমন্বয়ক শাহিদুর রহমান খোকন, প্রকৌশলী শহিদুল ইসলাম, জাকির হোসেন ছুট্টু, আব্দুল মান্নান, জাহিদ পারভেজ জাহাঙ্গীর আলম রুপু, আলম গফুর, মুস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, আবুল বাশার, বদিউল আলম, মানজারুল ইসলাম মাহবুব, শেফালি আকতার আখি, সালেহ আহমদ, এহসান চৌধুরী, প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ সমিতি শারজাহ প্রবাসীদের সেবায় কাজ করে। এই সংগঠনের নিজস্ব কার্যালয়ের মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট অন্যান্য কনসুলেট সেবা দেওয়া হচ্ছে৷ দেশটির নিবন্ধিত এই সংগঠন মানবতার জন্য উল্লেখযোগ্য কাজ করেছে৷’
তিনি বলেন, ‘আজকের এই বনভোজনের মাধ্যমে প্রবাসীদের একত্রিত করেছে সংগঠনটি৷ প্রবাসের মাটিতে এরকম মিলন মেলার আয়োজন করলে প্রবাসীরা কিছুটা হলেও স্বস্তি পান৷’
বার্ষিক বনভোজনে বাংলাদেশ সমিতি শারজার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় এক হাজার প্রবাসী অংশগ্রহণ করেন৷ বনভোজন প্রবাসীদের মিলন মেলায় রূপ নেয়।