বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ ‘আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস সারাবিশ্বের কাছে এক ঐতিহাসিক উদাহরণ। স্বাধীন দেশ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে আমাদের দেশ। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পথে রয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বলার কারণ হলো, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক যে পরিকল্পনায় শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন তা বঙ্গবন্ধুর পরিকল্পিত। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে সেটাই পরিলক্ষিত হয়। সুতরাং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসতে হবে।’
বাংলাদেশ সমিতি শারজার উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
শুক্রবার (২৬ মার্চ) সমিতির বঙ্গবন্ধু হলে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম এ বাশারারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মাকসুদ ও ইঞ্জিনিয়ার করিমুলের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
আরও বক্তব্য রাখেন মাহতাবুর রহমান নাসির (সি আই পি), ইঞ্জিঃ জাফর চৌধুরী, কাজী গুলশান আরা, ইঞ্জিঃ আব্দুস সালাম খান, কাওসার প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সমিতি শারজার সকল সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এর আগে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত আবু জাফর, কনস্যুলেট জেনারেল ইকবাল হোসেন খানসহ অতিথিবৃন্দ। কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।