“শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয় এবং আজ আমরা বিজয়ের দিনে অহংকার করে কথা বলতে পারি কারণ এই দিনে পাকিস্তান দখলদার বাহিনী বাঙালির কাছে আত্মসমর্পণ করেছে। “ বাংলাদেশ সমিতি শারজাহ শাখার বিজয় দিবসের আলোচনায় এ কথা বলেছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদুত মোহাম্মদ আবু জাফর।
গতকাল (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সমিতি শারজাহতে করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করা হয়। সংগঠনের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল গনীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কমার্সিয়াল কাউন্সিলোর কামরুল হাসান ও বিশিষ্ট কমিউনিটি নেতা ইঞ্জিঃ আবু জাফর।
পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত এবং শহিদদের আত্মার মাগফিরাতের জন্য এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় আরো বক্তব্য রাখেন বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ সভাপতি আয়ুব আলি বাবুল, কমিউনিতি নেতা প্রফেসর আবদুস সবুর, কাজী গুলশান আরা, শেফালি আক্তার আখি, ইঞ্জিঃ আবু নাসের, ইঞ্জিঃ আবু হেনা, মোহাম্মদ কাজি ইসমাইল সহ সমিতির অন্যান্য সদস্যরা।
এসময় বক্তারা রাষ্ট্রদুতের কাছে প্রবাসীদের নানা সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। বর্তমান সময়ের আলোচিত বিমানবন্দর কন্ট্রাক্টের নামে ভিজিট ভিসায় আমিরাতগামী যাত্রীদের হয়রানি বন্ধের দাবি তোলার পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবিও তোলেন বক্তারা।
এদিকে প্রবাসীদের দাবির প্রেক্ষিত রাষ্ট্রদূত বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রবাস বান্ধব সরকার সকল সমস্যার সমাধান করবে।
‘১৯৭৪ সালে বাংলাদেশ সমিতি স্থাপনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারনেই আজ বাংলাদেশের পতাকা বাহি সংগঠনটি এতদূর এগিয়ে এসেছে। আমরা সব কিছুর বিনিময়ে এই সমিতিকে টিকিয়ে রাখব। বাংলাদেশিদের জন্য কাজ করে যাব, এবং সবাইকে আহ্বান করছি সমতির সাথে থাকার জন্য সভাপতির বক্তব্যে এ কথা বলেন আবুল বাশার।