বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিশ্চিত নয় এখনও। যদিও শ্রীলঙ্কা খুব করেই চাইছে সময় পিছিয়ে হলেও যেন নির্ধারিত দুই টেস্টের সিরিজটি মাঠে গড়ায়। কিন্তু বাস্তবে করোনা পরিস্থিতি সম্ভাবনার কোনও ইঙ্গিতই দিচ্ছে না। তাই বিকল্প ভাবতে শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের প্রস্তুতির জন্য ওই সময় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ বা এসএলপিএল আয়োজন করতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কায় ভারতের সফর করার কথা ছিল জুন-জুলাইয়ে। সিরিজে তিনটি ওয়ানডে ও সমপরিমাণ টি-টোয়েন্টি খেলার কথা ছিল। এর পরেই জুলাই-আগস্টে দুই টেস্ট খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কা চাইছিল প্রয়োজনে সিরিজটি সেপ্টেম্বরেই হোক। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা পরিস্থিতির জন্য সেই সময়কেও নিরাপদ মনে করছে না। কিন্তু অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় শ্রীলঙ্কাও শুধু শুধু বসে থাকতে চাইছে না। খেলোয়াড়দের প্রস্তুতির জন্যই তাদের নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহান ডি সিলভা ডেইলি নিউজকে বলেছেন, ‘ওই দুটি সফর এখন অনিশ্চিত। ভারতের সঙ্গে সিরিজটি বাদ, আবার বাংলাদেশের সঙ্গে সিরিজটি নিয়েও এক ধরনের গড়িমসি চলছে। আগামী মাসে অথবা পরে পরিস্থিতির উন্নতি না হলে ওরা আর এ বছরে আসার কথা ভাবছে না।’
এর মধ্যেই করোনার কারণে শ্রীলঙ্কা ইংল্যান্ডের সঙ্গে দুই টেস্টের একটি সিরিজ বাতিল করেছে মার্চে। বাতিল হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার জুনের সিরিজটিও। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে সিরিজটি না হলে প্রস্তুতির কথা ভাবতেই হবে শ্রীলঙ্কাকে। সেই কথাতে জোর দিয়েই বলেছেন ডি সিলভা, ‘বাংলাদেশ সিরিজ না হলেও আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই আমাদের পরবর্তী সিরিজ ছিল।’
এ জন্যই লঙ্কান খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ করে দিতে এসএলপিএল নিয়ে ভাবছে শ্রীলঙ্কা। ডি সিলভাও ইঙ্গিত দিলেন এমন কিছুর, ‘এ জন্যই নিজেদের জাতীয় দলের খেলোয়াড়দের এসএলপিএলে পাওয়ার সুযোগটি কাজে লাগাতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যদি কোনও সিরিজ না পাই, তখনই সেটি সম্ভব। যদি আইসিসি যথা সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দেয়, তাহলে এই প্রেক্ষাপটে এসএলপিএল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’