বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে একীভূত করে একটি দেশে পরিণত করতে বিজেপিকে আহ্বান জানিয়েছেন ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক।
তিনি বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এক রাষ্ট্রে পরিণত করা উচিত। বার্লিন ওয়াল ধ্বংস হতে পারলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান কেন এক হতে পারবে না? বিজেপি এই কাজ করতে পারলে আমরা তাদের স্বাগত জানাব। তবে এমন বক্তব্য এবারই প্রথম নয়। বিভিন্ন সময়ই ভারতের বিভিন্ন নেতা ও রাজনৈতিক ব্যক্তিরা এ ধরনের মন্তব্য করে আসছেন। সম্প্রতি সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস বিতর্ক উসকে দিয়ে বলেছিলেন, পাকিস্তানের করাচি একদিন ভারতের অংশ হয়ে যাবে।
সেই মন্তব্যের জবাবেই এনসিপির মুখপাত্র রোববার (২২ নভেম্বর) এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল।
সূত্র: এনডিটিভি