মামুনুর রশীদ, ইউএইঃ মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আমিরাতের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও জনতা ব্যাংকের গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের আহ্বানে বৈঠক করেছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও জনতা ব্যাংকের চার শাখার কর্মকর্তারা।
২৩ আগস্ট (রবিবার) রাষ্টদূতের সাথে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কমার্সিয়াল কাউন্সিলর কামরুল হাসান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল, আবুধাবি জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান এবং আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইন শাখা জনতা ব্যাংকের ম্যানেজাররা।
বৈঠকে দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই প্রবাসীদের সুবিধা-অসুবিধা নিয়ে পর্যালোচনা করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।” রাষ্টদূত আরো বলেন, মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সকলের পাশেই জননেত্রী থাকবেন।”
এছাড়া করোনার কারণে জনতা ব্যাংকের গ্রাহকদের জন্য ৬ মাস কোন প্রকারের অতিরিক্ত জরিমানা আদায় না করার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়। আজমানের ইরানি মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রস্তাব দেন ব্যবসায়ীরা।
এদিকে, সম্প্রতি বিজনেস কাউন্সিল দুবাই এর পক্ষ থেকে করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসী ব্যাবসায়ীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণোদনা চেয়ে দেশের তিনটি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। বৈঠকে উক্ত বিষয়ও উঠে আসে।