
পবিত্র মাহে রমজানের পবিত্রতাকে কাজে লাগিয়ে জীবনকে সাজাতে হবে৷ করোনার সংকট কাটিয়ে সবাই মিলে একসঙ্গে ইফতারে অংশ নেওয়া ভাগ্যের ব্যাপার। কারণ প্রবাসেও বহু বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেসম্যান এসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শিকদার মোহাম্মদ সাফায়েত উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, ব্যবসায়ী আব্দুল আলিম, মাহবুবুল আলম মানিক সিআইপি, ইসমাইল গনি, কুদ্দুস খাঁ মজনু, সাইফুল ইসলাম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা আরও বলেন, প্রবাসীরা ব্যবসা বানিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে অব্যাহত রেখে চলছেন৷ রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় থাকলে বিশ্ব দরবারে দেশের অবস্থান আরো সমৃদ্ধি হবে।
সবশেষে বাংলাদেশ ও প্রবাসীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়৷