বাংলাদেশ, ইজিপ্ট, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। বুধবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করে দেশটির সরকার।
ফ্লাইট বন্ধসহ নানা বিধিনিষেধের কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশে আটকে আছেন ছুটিতে আসা কুয়েত প্রবাসী কর্মীরা।
আবার অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় হতাশার মধ্যে আছেন। অন্যদিকে কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকাও দেওয়া হয়েছে।
Drop your comments: