
আজিজুর রহমান দুলাল, ফরিদপুর “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক সারাদেশে আয়োজন করেছে ‘গ্রাহক সেবা পক্ষ’, যা চলবে ১৯ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এ কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক, আলফাডাঙ্গা শাখার নতুন অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় গত সোমবার, ২০ অক্টোবর সকাল ১০টায়, ব্যাংকের নতুন ভবনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক সবসময় দেশের কৃষি ও কৃষকবান্ধব অর্থনীতিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক ব্যাংকিং সেবা, সহজ লোন প্রদান, কৃষিভিত্তিক প্রকল্পে সহায়তা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। নতুন ভবনের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকরা আরও উন্নত ও সময়োপযোগী ব্যাংকিং সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: বিভাগীয় নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ফকির,ফরিদপুর বিভাগের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রশীদ মোল্লা।
তাঁরা দুজনেই তাঁদের বক্তব্যে আলফাডাঙ্গা শাখার সেবার মান ও সম্প্রসারণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নতুন ভবনের মাধ্যমে আরও গ্রাহকবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমসের আহম্মেদ টিটু। তিনি বলেন,”এই ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গ্রামীণ জনগণের আর্থিক স্বপ্নের সহযাত্রী। শিক্ষকদের বেতন লেনদেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ঋণ এবং নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে কৃষি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহকবৃন্দ। উপস্থিত সকলে নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, আলফাডাঙ্গা শাখার সিনিয়র অফিসার খন্দকার নাজমুল হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“এই নতুন ভবন কেবল একটি অবকাঠামো নয়, এটি হলো আমাদের প্রতিশ্রুতির প্রতিচ্ছবি—গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেবা প্রদান করবো।”
সঞ্চালনায় ছিলেন ব্যাংকেরই আরেকজন দক্ষ কর্মকর্তা মোসা. সুমাইয়া আক্তার, যিনি পরিপাটি ও শৃঙ্খলিতভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কৃষি ব্যাংক। এর মধ্যে রয়েছে:
গ্রাহকদের মতামত গ্রহণ সহজ শর্তে ঋণ প্রাপ্তি বিষয়ক সচেতনতামূলক সভা কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ে তথ্য প্রদান
আলফাডাঙ্গা শাখাও এই উদ্যোগের অংশ হিসেবে নতুন ভবন থেকে নতুন যাত্রা শুরু করেছে। বাংলাদেশ কৃষি ব্যাংক আলফাডাঙ্গা শাখার নতুন অফিসের উদ্বোধন শুধু একটি ভবন চালুর ঘটনা নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। যেখানে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষকের জীবনমান বৃদ্ধির পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্যও একটি সহায়ক ভূমিকা রাখবে এই ব্যাংক।