বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে সংস্থাটির কাতার অফিস।
স্থানীয় সময় রোববার রাতে দোহায় বিমানের কার্যালয়ে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের সেবার মান আরও উন্নত করা ও কাতার থেকে বিমানের ভাড়া কমানোর জন্য চেষ্টার কথাও জানানো হয়।
‘আকাশে শান্তির নীড়’ এমন শ্লোগানে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৪ জানুয়ারি বিমানের সুবর্ণজয়ন্তী ও ৫০ বছর পূর্তি হলো।
এ উপলক্ষে কাতারের স্থানীয় সময় রোববার রাতে দোহায় বিমানের কার্যালয়ে কেক কেটে সুবর্ণজয়ন্তী ও ৫০ বছর উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাতার।
করোনার স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটি করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের হাতে উপহারও তুলে দেওয়া হয়।
এসময় দেশের টাকা দেশে রাখতে প্রবাস যাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভ্রমণ করার আহবান জানানো হয় প্রবাসীদের।