May 17, 2024, 5:45 pm

বাংলাদেশে করোনার নতুন ধরণ বিএফ-৭ শনাক্ত

  • Last update: Sunday, January 1, 2023

সম্প্রতি চীন থেকে বাংলাদেশে আগত একজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ বিএফ-৭ শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর এ তথ্য নিশ্চিত করেছে। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিবিসিকে বলেছেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক পরিস্থিতি ভালো আছে।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন এই ধরণ চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে দেশটির সরকারি তথ্যে জানা যাচ্ছে। সম্প্রতি ভারতেও কয়েকজনের শরীরে নতুন এই ধরণ শনাক্ত হয়।

নতুন করে কয়েকটি দেশে কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ার পর ২৫শে ডিসেম্বর বাংলাদেশেন সরকার সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেয়। বিদেশ থেকে আসা যাত্রীদের সব বন্দরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে কারো শারীরিক উপসর্গ থাকলে তাকে আইসোলেশনে নেয়ার নির্দেশনা দেয়া হয়।

সে সময় আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে জেনোমিক সিকোয়েন্সিং করে কারো বিএফ–৭ করোনাভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষা করতে আইইডিসিআর-কে নির্দেশ দেওয়া হয়েছিল। সাথে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এরপর গত ২৬শে ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা চারজন যাত্রীর অ্যান্টিজেন টেস্ট করা হলে, তাদের রিপোর্ট পজিটিভ আসে।

তখন তাদের মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়। তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে নতুন সাব ভ্যারিয়েন্ট পাওয়ার খবর আজ জানালো আইইডিসিআর।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC