সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) আমিরাতের শারজাহ আল মাশাহ স্পোর্টস সেন্টারে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে কনস্যুলেটের প্রথম সচিব ( পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, কনস্যুলেটের লেবার কাউন্সেলর ফাতেমা জাহান, কমার্সিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার, দূতালয় প্রধান মোজাফফর হোসেন, তৃতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মাহতাবুর রহমান নাসের সিআইপি, টোকিয়ো স্যাট গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মানিক প্রমুখ।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন আয়োজন সম্পর্কে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে ৫১তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এই আয়োজন। তাছাড়া প্রবাসীদের মাঝে যে প্রতিভা রয়েছে তার কিছুটা হলেও প্রকাশিত করার প্রয়াস।’
টুর্নামেন্টে ৫২ টিম দ্বৈত জুটিতে চারটি লেভেলে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বিজয়ী হয়েছেন- এ লেভেলে চ্যাম্পিয়ন সজীব ও আল মামুন আব্দুল্লাহ, রানার আপ- মামুন রাশিদ ও ইরফান। বি লেভেলে চ্যাম্পিয়ন জাহিদ ও কামরান, রানার আপ- শুভ ও রাম। সি লেভেলে চ্যাম্পিয়ন- নুরুল ইসলাম ও নাহিদুজ্জামান নাসির, রানার আপ-মুহাম্মদ রিমন শিকদার ও হানিফ। ডি লেভেলে চ্যাম্পিয়ন- জাবেল ও রাশিদ, রানার আপ– এনাম ও নাইম।