পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের চিন্তা মানায় না। বাংলাদেশের নির্বাচনে লুকোচুরি হয় না।
আজ রোববার (৮ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো লুকোচুরি হয় না। চাইলে যেকোনো দেশ পর্যবেক্ষণ করতে পারে।’
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ৬টি ই-গেইট আনুষ্ঠানিকভাবে উদ্বাধন করেন মন্ত্রী।
উদ্বোধন শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রাইসের বাংলাদেশের নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তোলেন। এরপর তিনি সেদেশের ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেন।