বাংলাদেশ থেকে পালিয়ে ভারত গিয়েও শেষ রক্ষা হয়নি একাধিক মামলার আসামি সৈয়দুল শেখের। ভারতে বসবাসকালে এ আসামিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (৮ জুন) রাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এ ঘটনা ঘটে। পরে তাকে আটকের পর ফরেনার্স অ্যাক্টসহ কয়েকটি ধারায় মামলা দায়ের করে ভারতের পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বাংলাদেশে ডাকাতি, খুন, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করলেও আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় সে। পরে ভারতে অনুপ্রবেশ করে। বেশকিছুদিন ধরে সেখানেই বসবাস করে আসছিল।
বৃহস্পতিবার এ আসামিকে আদালতে তোলা হয়। ৭ দিনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সৈয়দুল শেখ চুয়াডাঙ্গা জেলার রায়পুরের বাসিন্দা।
Drop your comments: