মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।
বুধবার(১৭মার্চ) বিকেল ৫টায় শার্শা বাজারে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দিনরাত কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়েছে বলে আজ আমরা এমপি চেয়ারম্যান হতে পেরেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন যা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু,ইমদাদুল হক লতা, যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সর্দার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলার ১১ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, যশোর জেলা পরিষদ সদস্য মোঃ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আ.লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল সহ অন্যান্য নেতাকর্মীরা।