অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিকে ‘খোলা মনে’ অসামান্য বলে স্বীকার করেছে। আজ শনিবার কামাল রাজধানীর একটি হোটেলে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু রহমাতুল মুনীম।
কামাল বলেন, ‘বাংলাদেশের সাফল্য সরকারের একমাত্র অর্জন নয়। এই অর্জন সম্ভব হয়েছে এদেশের জনগণের সম্পৃক্ততায়, তাই করদাতাদের কাছে আমরা ঋণী।’
এফবিসিসিআইয়ের সভাপতি জসিমউদ্দিন অভিযোগ করেন, গত বছর এক ব্যবসায়ী ভ্যাট হিসেবে এক কোটি টাকা পরিশোধ করেছেন। এ বছর তাকে এক কোটি টাকা ভ্যাট দিতে হবে—এমন চাপ দিচ্ছেন ভ্যাট কর্মকর্তারা।
যারা নিয়মিত ভ্যাট দেন তাদের হয়রানি না করতে এবং আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য, কর কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।