প্রায় চার মাস পর বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো ওমান। গত ২৪ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে ওমানকে কেউ প্রবেশ ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি। দেশটির সিভিল এভিয়েশন অথরিটি সোমবার (২৩ আগস্ট) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে যারা দেশটির অনুমোদিত করোনাভাইরাসের টিকা নিয়ে ১৪ দিন পার করেছেন তাদের প্রবেশের অনুমিত দেবে ওমান। এছাড়া দেশটিতে প্রবেশের আগে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার ওমান। দেশটিতে প্রায় আট লাখ বাংলাদেশি কর্মী আছেন।
Drop your comments: