![IMG_20200908_124438](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200908_124438.jpg)
বাংলাদেশসহ ১৭টি দেশের নাগরিকদের জন্য ইটালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ৭ সেপ্টেম্বর রাতে ইটালি সরকার ‘একটি নোটিশ টু এয়ারমেন’-এর মাধ্যমে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করে। করোনা সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়, বাংলাদেশসহ ১৭টি দেশে ১৪ দিন অবস্থান করেছেন এমন কেউ ইটালিতে প্রবেশ করতে পারবেন না।
নোটিশে উল্লেখ করা বাংলাদেশ ছাড়া অন্যদেশগুলো হচ্ছে– আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কসোভো, কুয়েত, মলডোভা, মন্টেনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, ওমান, পানামা, পেরু ও সার্বিয়া।
Drop your comments: