নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে আমিরাতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা আগামী ১২ মে বুধবার থেকে কার্যকর হবে। তবে আমিরাত থেকে দেশে যাওয়ার বিষয়ে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
আজ সোমবার (১০ মে) দেশটির জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থগিতাদেশ দেশগুলো থেকে ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে তবে এতে কার্গো অন্তর্ভুক্ত নয়।
কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারী প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ীদের জেট চলাচল করবে। এসব যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘন্টা সময়েত মধ্যে পিসিআর পরীক্ষা করে করোনা নেগেটিভ সনদ সাথে থাকতে হবে।
এদিকে পূর্ব থেকেই ভারতের সাথে স্বাভাবিক ফ্লাইট বন্ধ রয়েছে। শুরুতে ৩০ মে বলা হলেও এখন তা অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে।