করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ টি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ‘জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি’র পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার ফ্লাইটগুলোকে এই বিধিনিষেধ থেকে ছাড় দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়- ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই ১৪ টি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২১ শে জুলাই পর্যন্ত করেছে সংযুক্ত আরব আমিরাত।
Drop your comments: