‘ইউএই বাংলাদেশ,ভারত,পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সাথে কখন আবার ফ্লাইট চলাচল স্বাভাবিক করবে তার দিনক্ষণ ঠিক করা হয়নি।’ এমনটাই গতকাল সোমবার বলেছেন দুবাইর শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং এমিরেটস এয়ারলাইনস এর চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম।
তিনি বলেছেন বিষয়টি নির্ভর করছে এসব দেশ কোভিড পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে তার ওপর। ‘আমরা সবসময় বিশ্বকে ভ্যাক্সিন গ্রহণের বিষয়ে বলছি যাতে ট্রাভেল এর ওপর নিষেধাজ্ঞা শিথিল করা যায় এবং বিশ্ব এগিয়ে যায়।’
শেখ আহমেদ বলেছেন, ‘ভ্যাক্সিন এবং ভ্যাক্সিনই এভিয়েশন ইন্ডাস্ট্রির পুনরুজ্জীবনে সহায়তা করতে পারে। ভ্যাক্সিন আপনাকে এবং আপনার চারপাশকে সুরক্ষিত রাখবে।’ উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাত চলমান কোভিড পরিস্থিতিতে গত ১২ মে বুধবার থেকে বাংলাদেশ,পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সকল ফ্লাইট সাময়িকভাবে নিষিদ্ধ করে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ধুঁকতে থাকা ভারতের ফ্লাইট বন্ধ করা হয়েছে তারো আগে থেকেই।