রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে এক নারী নেত্রীকে বিছানায় আসার ও আরেকজনকে পাঠাতে বলেন রানা। তিনি বলেন, ‘তুমি আমার সঙ্গে নাটক করিচ্ছো তাই না?’ জবাবে মেয়েটি বলেন, ‘কিসের নাটক ভাইয়া?’
রানা তখন বলেন, ‘তোমার কথা-কাজে মিল পাচ্ছি না। চিটারি করবা না। বহুত বড় চিটারি-বাটপারি কইরি প্রেসিডেন্ট হইছি। সব চিটারের দলের সর্দার আমি। তুমি আসতে চায়া আসলে না, কাকে যে পাঠাতে চাইলে সে কই?
মেয়েটি তখন বলেন, ‘এগুলো তো অবান্তর কথা, আর আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার নাই। যথেষ্ট ভালো আছি। সংগঠনটাকে ভালোবেসেই আসছিলাম।’ রানা বলেন, ‘তাহলে শোন ঠিক আছে, শান্ত-মান্তর কোনো বেল নাই।’ মেয়েটি বলেন, ‘ভাইয়া আপনি মেয়ের কথা বলছিলেন, তো আমি ছবি পাঠাইছিলাম।’
রানা বলেন, ‘দেখ দেখ পাঠাতে পারো নাকি?’ মেয়েটি জবাবে বলেন, ‘উনিও তো ফ্যামিলির সঙ্গে থাকে।’ রানা, ‘এখন ৮টা বাজে। কী এমন রাত? দেখ ফোন দাও। কেউ যেন না জানে।’ মেয়েটি তখন বলেন, ‘কে জানবে, আমাকে ভরসা করতে পারেন।’
অডিওটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে এসব কথা জানানো হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভেতরের কেউই ষড়যন্ত্র করছে। নেতাকর্মী বাড়াতে কাউকে উৎসাহ দিতেই পারি, তাই না? খারাপ কিছু বলিনি। অডিওটা দেন শুনি?’ পরে তাঁকে হোয়াটসঅ্যাপে অডিও পাঠালে তিনি আর ফোন ধরেননি।
বক্তব্য জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন করলেও তাঁরা রিসিভ করেননি।