চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বসুন্ধরার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বরাবর চিঠিটি পাঠিয়েছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান। ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে সেই চিঠি পোস্ট করে বসুন্ধরা কিংস লিখেছে, ‘আমাদের কঠোর পরিশ্রমের ফল, যার জন্য এতদিনের অপেক্ষা। অভিনন্দন বার্তার জন্য ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে অসংখ্য ধন্যবাদ। বসুন্ধরা কিংস আজ গর্বিত।’
কাজী সালাউদ্দিনকে পাঠানো চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘প্রিয় প্রেসিডেন্ট, বাংলাদেশের ২০২১ সালের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন। এই শিরোপা নিশ্চিতভাবেই কঠোর পরিশ্রমের ফল। গুরুত্বপূর্ণ এই অর্জনে ক্লাবের সবাই গর্বিত হতে পারে।’
বসুন্ধরা কিংসকে অভিবাদন বার্তাটি পৌঁছে দেয়ার জন্য সালাউদ্দিনকে অনুরোধ করেছেন ইনফান্তিনো। তিনি লিখেছেন, ‘আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, যদি আমার পক্ষ থেকে এই অর্জনের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দাও।’
কাজী সালাউদ্দিনকে বাংলাদেশ ফুটবলের সার্বিক উন্নয়নের কৃতিত্ব দিয়ে ইনফান্তিনো লিখেছেন, ‘আন্তর্জাতিক ফুটবল কমিউনিটির পক্ষ থেকে আমি তোমাকে ও তোমার ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ ফুটবল ও এই অঞ্চলে খেলাটির প্রসার ও উন্নতিতে তোমার অবদান অনস্বীকার্য।
খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে।’ এএফসি কাপে অংশ নিতে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছে বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন কিংসের ফুটবলাররা। এএফসি কাপে ‘ডি’ গ্রুপে আছে বসুন্ধরা কিংস। এই গ্রুপে তিন ম্যাচ খেলবে তারা। কিংসের প্রতিপক্ষ দলগুলো হলো- ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব এবং বেঙ্গালুরু এফসি ও ঈগলস ক্লাবের মধ্যকার প্লে-অফ ম্যাচে জেতা দল।