বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময়টায় একাই বাসায় অবস্থান করছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। কেন, কোন পরিস্থিতিতে পরে এমন আত্মহননের পথ বেছে নিলেন এই অভিনেতা তা এখনো জানা যায়নি।
কয়েকদিন আগেই সুশান্তের প্রাক্তন সহকারী ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যার মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন সুশান্ত নিজেই।
Drop your comments: