অনুষ্ঠান আয়োজন করে করোনাভাইরাসকে ‘প্রতীকী বিদায়’ বিদায় জানিয়েছে চেক প্রজাতন্ত্র।
বিবিসি জানিয়েছে, মহামারী শেষ হতে এখনও দেরি আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন হুশিয়ারি মানতে নারাজ দেশটির অনেক মানুষ। তাই মঙ্গলবার করোনাভাইরাসকে প্রতীকি বিদায় জানাতে কয়েক হাজার মানুষ প্রাগের চার্লস ব্রিজে জড়ো হন। এক হাজার ৬৪০ ফুট দীর্ঘ একটি টেবিল ঘিরে বসে হাজারো অতিথি বাড়ি থেকে আনা খাবার ও পানীয় শেয়ার করেন।
এ অনুষ্ঠানের বিভিন্ন ছবিতে লোকজনকে একসঙ্গে বসে পান করতে ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বিধিনিষেধ কার্যকর ছিল না বলে জানিয়েছে বিবিসি।
উদ্যোক্তারা জানিয়েছেন, সুন্দর শহর হিসেবে খ্যাত প্রাগে পর্যটকদের উপস্থিতি কম থাকায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে।
এক কোটি মানুষের দেশ চেক রিপাবলিকে ১২ হাজারেরও কিছু কম লোকের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে আর মারা গেছেন প্রায় ৩৫০ জনের মতো। দ্রুত লকডাউন আরোপ করে দেশটি মহামারীর প্রকোপ এড়াতে সক্ষম হয়।