![InShot_20220203_132419446](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220203_132419446-scaled.jpg)
বরিশাল বিমানবন্দরের রানওয়েটি বিমান অবতরণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি তদন্ত দল।
এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে যে, বন্দরের রানওয়ের অ্যাফল্ট সারফেস ক্ষয়প্রাপ্ত হয়েছে।
যে কোনো সময় রানওয়েতে দুর্ঘটনা ঘটতে পারে তাই দ্রুত এটি মেরামতের করা জরুরি।
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকারের (পরিকল্পনা) নেতৃত্বে মন্ত্রণালয়ের ওই প্রতিনিধিদল আরও জানায়, সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়তে যাচ্ছে বরিশাল বিমানবন্দর।
ইতোমধ্যে রানওয়ের উত্তরপ্রান্তে ৭৫ মিটারের ভেতরে চলে এসেছে নদী। নদী ভাঙনের চলমান ধারা অব্যাহত থাকলে বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
সুকেশ কুমার বলেন, ‘এই পরিস্থিতির মধ্যে, যদি দ্রুত রানওয়ে মেরামত করা না হয় তবে বিমানবন্দরে বিমান অবতরণের সময় যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
গত ৩ জানুয়ারি পরিস্থিতি সম্পর্কে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিতে বরিশালে আসে ওই প্রতিনিধি দল।
তদন্ত প্রতিবেদনে তারা জানায়, কেবল নদী ভাঙনই নয়, টার্মিনাল ভবনের নাজুক দশা, অরক্ষিত রানওয়ে, অ্যাপ্রোনের জটিলতা এবং ক্ষতিগ্রস্ত অ্যাফল্ট সারফেসের উল্লেখসহ বিমানবন্দরটি বিভিন্ন সমস্যা রয়েছে।