![InShot_20220313_143513890](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/03/InShot_20220313_143513890-scaled.jpg)
মোঃ মাসুদ সরদার, বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে সুদ ব্যাবসায়ীয় চাপ সহ্য না করতে পেরে বিমল বাছার নামে এক কৃষক আত্মহত্যা করেছে। কৃষক বিমল উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর ধানডোবা গ্রামের শ্রীচরন বাছারের পুত্র।
পারিবারিক সুত্রে জানা গেছে, দেনার দায়ে জর্জরিত ছিল বিমল। গতকাল ১২ মার্চ শনিবার। বিমলের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন হুমকী ধামকী দেয় পাওনাদার সোহেল হাওলাদার ওরফে বিচ্ছু সোহেল। এতে অভিমানে রাত ৮টার দিকে কিটনাশক পান করে অসুস্থ্য হয়ে পরে কৃষক বিমল।
গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিমল। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
Drop your comments: