মোঃ মাসুদ সরদার, বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার টরকী ফুড ভিলেজ রেস্টেুরেন্টে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা।
মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলার শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী সহ অন্যান্যরা। ইফতার মাহফিলে মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলার শাখার সকল সদস্যরা অংশগ্রহন করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।