বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুজনকে আটক করেছে পুলিশ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে অযথা ঘোরাঘুরি করায় তাদের আটক করা হয়।
আটককৃত রমজান (২৪) বরিশালের বাকেরগঞ্জের বসবাস করেন ও শুভ (২৬) মুলাদি উপজেলার বাসিন্দা। তারা দুজনেই রহমতপুর ইউনিয়নে বহিরাগত।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াক বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দুজন বহিরাগত তরুণ অযথা ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Drop your comments: