মোঃ মাসুদ, সরদার বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম কামাল হোসেনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিক ভাবে নানা কর্মসুচি পালন করা হয়।
উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার সকালে কালো ব্যাচ ধারন, দলীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দুপুরে মরহুমদ্বয়দের কবরে পুস্পমাল্য অর্পন, জেয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাংগঠনিক সংবাদক খোকন মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, নিহত টিপুর সহদর আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ফারুক বেপারীসহদলীয় নেতা-কর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পারিবারিক ভাবে পৃথক ভাবে কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ১৯৯১ সালের এই দিনে বোমা বিস্ফোরণে উক্ত দুই ছাত্রলীগ নেতা নিহত হন।