বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে এসেছেন। তিনি সকালের ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেন। এরপর ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- মাজার জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরের দরবস্তে পৌঁছেছেন। সেখান থেকে তিনি নৌকা যোগে বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণে যাচ্ছেন।
এদিকে- মির্জা ফখরুলের সঙ্গে সিলেটে এসেছেন বিএনপি’র ত্রাণ কমিটির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া- সিলেটের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি এমএ কাইয়ূম চৌধুরী সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার সঙ্গে রয়েছেন। সিলেট নগরেও ত্রাণ বিতরণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।