তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্ত ঘেঁষা এলাকায় ভারতীয় চার নাগরিককে বন্দুকসহ আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় সময় ভারতীয় ৬ নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে দুইজন পালিয়ে গেলেও সাথে থাকা ৬টি বন্দুকসহ চারজনকে ইসলামপুর বাঘাছড়া চা বাগান থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়ার নেতৃত্বে এলাকাবাসী ভারতীয় নাগরিক সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্ভ্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১)কে আটক করে পুলিশ ও বিজিবি’কে খবর দিয়ে বিজিবির নিকট তাদেরকে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিক ৬ যুবক বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যেই ত্রিপুরা রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্চয় চক্রবর্তী ভারতীয় নাগরিক ৪ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করেন এবং তাদের এখন বিজিবির নিকট আছেন বলে ও তিনি জানান।