মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: “শেখ হাসিনার অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটিও পরিবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বেনাপোলে টিসিবি’র পণ্য বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকাল ১১টায় বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন টিবিসি’র পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ।
Drop your comments: