মো. রাসেল ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্দর নগরী বেনাপোলে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আলী আনু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শামিমা আলম সালমা, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও বাগআঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইলিয়াছ কবির বকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।