তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বরুদল নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ জুন) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন (৩৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপি’র নূরজাহানপূর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। সুজন মৃগী রোগে আক্রান্ত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্র মতে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে মোহাম্মদ সুজনসহ কয়েকজন ব্যক্তি গাছ নিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম এলাকার একটি স-মিলের উদ্দেশ্যে রওয়ানা দেন। বড়লেখা উপজেলার বর্ণি ইউপি মিহারী এলাকায় পৌঁছামাত্র তিনি হঠাৎ নৌকা থেকে বরুদল নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে বড়লেখা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযানে নামেন। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ মোহাম্মদ সুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শামীম মোল্লা শনিবার রাত ৮টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নদীতে নিখোঁজ মোহাম্মদ সুজনের স্বজনরা জানিয়েছেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। শনিবার সকালে তিনি কাঠ নিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম এলাকার একটি স-মিলে যাচ্ছিলেন। এসময় তিনি হঠাৎ বরুদল নদীতে পড়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর নদীতে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু নিখোঁজ ব্যক্তির নিখোঁজ রয়ে গেলেন।