তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় তেলের বাজার নিয়ন্ত্রণ রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার ১২ই মে দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় বড়লেখায় তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে তেল বিক্রি ও পাকা রসিদ না দেওয়াসহ বিভিন্ন অনিয়ম এর অভিযোগে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের এক বিশেষ অভিযানে জব্দকৃত ৩৫০০ লিটার তেল পূর্বের দামে বিক্রয় করা এবং ৫০ হাজার টাকা জরিমানাসহ দোষী প্রতিষ্ঠানকে সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন র্যপিড একশ্যান ব্যাটালিয়ান- ৯।
Drop your comments: