এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ -ই- আলম বাচ্চু তালের চারা বিতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাট জেলায় এক লক্ষ তালের চারা রোপন করা হবে। সেই অনুযায়ী আজ মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গন ইউপি সদস্যদের সমন্বয়ে রাস্তার দুই ধারে চারাগুলো রোপন করবেন এবং রক্ষণাবেক্ষনে সহযোগিতা করবেন বলেও জানান তিনি
উপজেলা চত্বরে অনুষ্ঠিত তালের চারা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক (ভারপ্রাপ্ত) উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আকতার, রিপন চন্দ্র দাস, মাষ্টার সাইদুর রহমান, আলী আক্কাস বুলু, আউয়াল খান মহারাজ, মো.সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলার ১৬ ইউনিয়ন ও ৩ আশ্রায়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়।চারা বিতরন শেষে দৈবজ্ঞহাটি ইউনিয়নের রাস্তার পাশে তালের চারা রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক (ভারপ্রাপ্ত),উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম,চেয়ারম্যান শামসুর রহমান মল্লিক সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।