নতুন বছরের প্রথম দিন ২৫৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ দিন মোট ৪ লাখ ৬৩ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে সুস্থ হয়েছেন ৯০৮ জন, মারা গেছেন একজন। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪২৬ জন।
শনিবার (১ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ জন, মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৬৫ জন ও সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৫ হাজার ৯৬৩ জন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চিনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।