আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বঙ্গবাজার এলাকায়। বরিশাল প্লাজার চতুর্থ তলায় শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে লাগে এ আগুন। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্যবসায়ীরা জানান, ঐ ভবনের মধ্যে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে, আগুনে পুড়ে ছাই হওয়া বঙ্গবাজার মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আজও জড়ো হয়েছেন ব্যবসায়ীরা। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন কয়েক হাজার ব্যবসায়ী। সবার চোখেই হতাশা-ক্ষোভ।
Drop your comments: